গফরগাঁওয়ে পুকুরে ডুবে চার বছরের শিশু মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ১২:২১ এএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৩ টায় উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছয় বছরের শিশু সানি ওই গ্রামের আমিনুল হকের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩ টায় দিকে নিজ বাড়িতে শিশুটির মা কাজে ব্যস্ত থাকে। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ি পাশের পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর দাদা মফিজুর রহমান এ ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW