রাজধানীর সঙ্গে সব জেলার বাস চলাচল বন্ধ 

এফএনএস: : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ০২:৪৫ এএম : | আপডেট: ১৮ জুলাই, ২০২৪, ০৬:০০ এএম

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ চলছে। শাটডাউনকে কেন্দ্র করে ঢাকার সাথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, এই কর্মসূচি চলাকালে হাসপাতাল, গণমাধ্যম ও অন্যান্য জরুরি সেবা ব্যাতিত বন্ধ থাকবে সব কিছু।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে।

গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের স্টাফরা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW