রাজারহাটে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :  : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ০২:৫৬ এএম

কোটা না মেধা, মেধা-মেধা এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজারহাটে ছাত্র সমাজের ব্যানারে কোটা পদ্বতি সংষ্কারের দাবীতে পদযাত্রা বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ জুলাই) সকাল ১১টায় রাজারহাট বাজারের ট্রাফিকমোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে শত শত সাধারণ ছাত্র অংশগ্রহণ করে। পরে মিছিলটি রাজারহাট বাজারেরর প্রধান প্রধান সড়কসহ উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। শেষে ট্রাফিক মোড় এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা পথরোধ করে এক বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র সমাজের সমন্বয়ক আল-মিজান মাহিম, জান্নাতে আদন, স্বচ্ছ, মুহূর্ত চৌধুরী ও সাজেদুর রহমান সাজ্জাদ। বক্তারা সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অপরদিকে উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা আওয়মীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সারাদেশে নৈরাজ্য ও জনদূর্ভোগের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW