দেলদুয়ারে সড়কে সিএনজি চাপায় যুবক নিহত 

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ০৫:৪৫ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে সিএনজি চাপায় রফিক মিয়া (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সড়কের বটতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ার সেলিম মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম সকালে বাজরে মাছ বিক্রি করে বাই সাইকেল যোগে বাড়ীতে আসার পথে বীপরিত দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW