৬ জন অতিরিক্ত সচিবকে বদলি

এফএনএস: : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৪, ০২:৫৪ এএম

ছয় অতিরিক্ত সচিবকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বদলি করাদের মধ্যে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল বাসার সিদ্দিকীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদে বদলি করা হয়েছে।

দ্রুত এ বদলির নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয় একই প্রজ্ঞাপনে।

অপরদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. জিয়াউল হককে রেলপথ মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শাহ আবদুল আলীম খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW