আশাশুনি নবাগত ওসির সাথে জামায়াত নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৩ এএম

আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সাথে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের নেতৃত্বে উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আফছার মুরতাজা, সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, এস এম শহিদুজ্জামান বাবলু, মাস্টার আরিফ বিল্লাহ, রুহুল আমিন মোড়ল, আশাশুনি উত্তর 
সভাপতিঃ মো মোকলেছুর রহমান,সেক্রেটারি  হাঃ আবদুস সালাম, আশাশুনি পশ্চিম 
সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি আঃ মুমিন, আশাশুনি দক্ষিণ সভাপতি মহিব্বুল্লাহ, 
সেক্রেটারি তাওহীদ হাসান প্রমুখ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। 
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে জামায়াত নেতৃবৃন্দকে পাশে থাকার আহ্বান জানান। সাক্ষাৎ শেষে জামায়াত ইসলামের পক্ষ থেকে অফিসার ইনচার্জকে পবিত্র কুরআনুল কারীম উপহার প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW