পীরগঞ্জে পরিবেশ আইন লঙ্ঘিত প্রতিকারের দাবিতে অভিযোগ!

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) :  : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৫ এএম : | আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

রংপুরের পীরগঞ্জে পরিবেশের আইনকে অমান্য করে আবাসিক ঘরের দরজার সন্নিকটে গোবরসহ অন্যান্য বর্জ্যরে স্তুপ করায় এক কলেজ শিক্ষকের পরিবার স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ সরকারী শাহ আবদুর রউফ কলেজের অবসপ্রাপ্ত প্রভাষক  উপজেলার রামনাথপুর ইউপির রামনাথপুর গ্রামের মৃত- ডাঃ সামসুল হকের ছেলে একরামুল হক বুলুর বসতবাড়ীর ঘরের দরজার সন্নিকটে গোবর ও অন্যান্য বর্জ্য স্তুপ করে রেখেছেন তার সহোদর মাহমুদুল হক মাধু। গোবর ও বর্জ্যরে দুর্গন্ধের কারনেই প্রভাষকসহ ৪/৫ টি পরিবারের লোকজন মারাত্নক স্বাস্থ্য ঝুকিতে পড়ায দুরারোগে আক্রান্ত হয়ে প্রাণহানির আশংকায় দুর্বিসহ দিনাতিপাত করছে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রভাষক বলেন,আমরা ইউপি চেয়ারম্যান,পীরগঞ্জ থানা পুলিশ, ইউএনও পীরগঞ্জ, পরিবেশ অধিদপ্তর রংপুর ও রংপুরের জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করলেও দীর্ঘদিনেও কোন প্রতিকার পাইনি। স্থানীয়রা মনে করেন -বিষয়টিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW