টাঙ্গাইলের ঘাটাইলে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত

এফএনএস (বিভাস কৃষ্ণ চৌধুরী; টাঙ্গাইল) :  : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২৭ এএম

‘‘আমার মেয়ের ভবিষ্য আমি দেখাবো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা  গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গনে গুড নেইবারস্ বাংলাদেশ  ঘাটাইল  সিডিপির আয়োজনে আলোচনা সভা, গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ (সেপ্টেম্বর)  বুধবার বিকেলে  গুড নেইবারস্  বাংলাদেশ ঘাটাইল  সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময়  গোপালপুর  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  জুলফিকার হায়দার,ঘাটাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, সিডিসির চেয়ার পার্সন ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান,  গুড নেইবারস হাই স্কুলের প্রধান শিক্ষক সোনামনি খানম,প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেষ্ট  এবং উপহার প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW