চাঁদপুরের জনগণকে সেবার লক্ষ্যেই কাজ করব : ম্যাজিষ্ট্রেট

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৪, ০২:৫৫ এএম

চাঁদপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক। সভাপতি মো: নুরুল আলম সিদ্দীক তার বক্তব্যে বলেন, চাঁদপুরবাসীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা এগুলো আমাদের পালনে চেষ্টা থাকবে। সততা ও পেশাদারিত্ব দিয়ে চাঁদপুরের জনগণকে যেন সেবা দিতে পারি সে লক্ষ্যেই আমরা কাজ করব। সভাপতি তার বক্তব্যে আরও বলেন,আমরা সকলে মিলে একত্র হয়ে আমাদের কাজগুলোকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমাদের বিচারকদের কোট নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার ব্যাবস্থা নিবেন।। সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে আমরা চাঁদপুরে আলামতগুলো নিষ্পত্তি করছি। সভায় চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব তার বক্তব্য বলেন,এই প্রথম আমি সভাতে যোগদান করিলাম। পুলিশ, ম্যাজিস্ট্রেটস ও প্রসিকিউটর সকলেই অনেক আন্তরিক। এই আন্তরিকতার কারণে সাজার হার ও বেড়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে’র উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোরশেদুল আলম, মোঃ নাজমুল হাসান চৌধুরী, ফারজানা তাবাসসুম মেরি, মিথিলা রানী দাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান, মো: আরিফুর রহমান, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাড: শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি৷ অ্যাড: এ.এন.এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর ও বিভিন্ন উপজেলার বিভিন্ন থানার সাব-ইন্সপেক্টর সহ আইনজীবী ও বিচারকগণ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW