বিএনপি সরকার গঠণ করলে দেশ নিরাপদ থাকবে: মুন্না

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৪, ০৬:১৩ এএম

বিএনপি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠণ করলে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে লিফলেট বিতরণকালে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেছেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে যেকোন কাজ সুসম্পন্ন করতে। এজন্য মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করেই রাজনীতি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ বার্তা আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি।
এসময় বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খানসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW