সেনবাগে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪, ০২:১৯ এএম

সেনবাগে পুকুরের পানিতে ডুবে মনোয়ারা বেগম (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত মনোয়ারা বেগম উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের বিঞ্চপুর ৮ নং ওয়ার্ডের কাশেম মেম্বারের বাড়ির সিরাজ উল্লাহর মেয়ে। 
বুধবার সকাল ১০ টারদিকে সে বসতঘরে সংলগ্ন পুকুরের ঘাটে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষনেও সে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি এক পযার্যে পুকুরের পানিতে মৃতদেহ বাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কাশেম মৃত্যু বিষয়টি নিশ্চিত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মেয়েটি মৃগীরোগের আক্রান্ত ছিলো। 
সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মৃগী রোগী ছিলো এ কারণে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই  লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW