বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
গত ৫ আগস্ট মিরপুর গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টা করেন শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ২১ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদাবর থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং দুই দফা রিমান্ডে নেওয়া হয়।
ফারজানা রুপা দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির সাবেক প্রধান সংবাদদাতা (প্রিন্সিপাল করেসপনডেন্ট) ছিলেন। শাকিল আহমেদ একই টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক (হেড অব নিউজ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও রিমান্ড মঞ্জুরের সিদ্ধান্ত সাংবাদিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সাংবাদিক মহল ও মানবাধিকার সংস্থাগুলো এই রিমান্ডের ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।