চলতি রবি মৌসুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীতে কৃষক-কৃষানীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল হাসান। মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মুছা ইবনে সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক। মাঠ দিবসে প্রায় অর্ধশতাধিক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।