বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সবুজ বাংলা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি সোমবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুনহাট সবুজ বাংলা কিন্ডার গার্টেন স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবুজবাংলা কিন্ডারগার্টেন এর সভাপতি মোঃ সবুজ খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এমদাদুল হক মিলন খানের আয়োজনে ও রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ইসরাত হোসেন কচি।
এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল সরদার, সহকারী শিক্ষা অফিসার খাদিজা খানম, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, রাকুদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ খান, বরিশাল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ এম আতিকুর রহমান শেখ, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ আবুল বাশার, মোঃ ওবায়দুল হক উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন।