পিরোজপুরের কাউখালী উপজেলায় ঐতিহ্যবাহী প্রগতি স্পোর্টিং ক্লাব আয়োজিত কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুপার ডেভিলস কাউখালী ৫উইকেটে কলেজপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন পুরস্কার বিতরণ করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।
প্রগতি ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এসএম আহসান কবিরের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দিন মোহাম্মদ, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোলায়মান, নেছারাবাদ থানার অফিসার্স ইনচার্জ বনি আমিন, প্রগতি ক্লাবের সভাপতি এনামুল কবির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টুর্নামেন্টের আহ্বায়ক সাইদুল হাসান সান্টু, টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন , সুপার ডেভিলসের আল ইমরান, ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শোভন মীর, খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্যানেল ভুক্ত অ্যাম্পিয়ার রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় আম্পায়ার স্বপন বিশ্বাস।