অ্যাডভোকেট মজিবুর রহমান ছরোয়ার

সংস্কারের নামে টালবাহনা নয় অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬ পিএম
সংস্কারের নামে টালবাহনা নয় অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিন

সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পারায় অন্তবর্তী সরকারের সমালোচনা এবং সংস্কারের নামে সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে পিরোজপুরে এক বিশাল জনসমাবেশ করেছে জেলা  বিএনপি। 

কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে বুধবার বিকাল ৪ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপষ্টো অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, জনগন আর দিনের ভোট রাতে দিতে চায়না, তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার। কিন্তু বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন,সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা নয়, সময় ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিন। ড. ইউনুস সরকারের সমালোচনা করে মজিবুর রহমান সরোয়ার বলেন, এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব গাজি ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ পরিবার কল্যান সম্পাদক ডাঃ রফিকুল করিম লাবু, সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে