নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিক্ষা মেলার আয়োজন করা হয়। সাথে আরো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। ২৪ ফেব্রুয়ারি সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লার ফিদালী মাঠে এ মেলার উদ্বোধন করেন কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম। মেলায় কাপ-আপ প্রকল্পের ফিল্ড অফিস, প্রাক-প্রাথমিক শিক্ষা,প্রাথমিক শিক্ষা,নিম্ন মাধ্যমিক শিক্ষা ও কিশোর-কিশোরী উন্নয়ন ফোরামের (এডিএফ) ৫টি স্টল বসে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত প্রকল্পের শিক্ষকরা মেলায় আগত দর্শনার্থীদের শিক্ষাবিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন ও তথ্য প্রদান করেন। শিক্ষা মেলাটি কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে বলে মেলা আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। শিক্ষামেলায় প্রকল্পের ২৫টি শিখন কেন্দ্রের শিক্ষক,শিক্ষার্থী ও শিখন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা মোরগ লড়াই,দড়ি লাফ,মার্বেল দৌড়, ৪শ মিটার দৌড়,বালিশ খেলা ও হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে প্রকল্পের আশার আলো ডাম ইউসিএলসি (আরবান চিলড্রেন লার্নিং সেন্টার), স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি, উদয়ন ডাম ইউসিএলসি, মুক্তধারা ডাম ইউসিএলসি ও ধ্রুবতারা ডাম ইউসিএলসির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানে দলীয় নৃত্য পরিবেশন করেন। প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসে ফিল্ড ম্যানেজার মো.আসাদুল্লাহর সভাপতিত্বে শিক্ষা মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম ও কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম। সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।