আশাশুনিতে জাতীয় শহীদ সেনা দিবস পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০০ পিএম | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০০ পিএম
আশাশুনিতে জাতীয় শহীদ সেনা দিবস পালন

আশাশুনিতে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আশাশুনি সেনা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত লে. রাবীদ রায়হান, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে শহীন সেনা সদস্যদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, প্রধান শিক্ষক আলহাজ্ব এখলাছুর রহমান। 

আপনার জেলার সংবাদ পড়তে