মধুখালীতে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) :
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৮ পিএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৮ পিএম
মধুখালীতে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের এক কৃষকের পৌনে চার শতাংশ জমিতে রোপনকৃত শতাধিক কলা গাছ কেঁটে ফেলেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এসময় তিনি ওই জমি দখলের চেষ্টা চালান বলে ভুক্তভোগি কৃষক অভিযোগ করেন। এত ওই কৃষকের ৫০ হাজার ক্ষতি সাধিত হয়েছে।

জানাগেছে উপজেলার আশাপুর গ্রামের মৃত আলী আকবর খানের ছেলে মাসুদুর রহমান খান তার ক্রয়কৃত পৌনে চার শতাংশ জমিতে কলা রোপন করেন। রাহেলা বেগমের নিকট থেকে তিনি জমি ক্রয় করে দীর্ঘদিন ভোগদখল করে আসছে। কিন্ত কিছুদিন হলো এলাকার প্রভাবশালী এবিএম ইয়াকুব মিয়া চান ওই জমি নিজের বলে দাবী করে। গত রাতে(২৫ ফেব্রুয়ারি ) লোকজন নিয়ে কলা গাছ কেঁটে জমি দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগি জমির মালিক মাসুদুর রহমান খাঁন বলেন, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লোক মারফত আমি জানতে পারি আমার জমির কলা গাছ কেঁটে ফেলা হয়েছে। আমি জমিতে গিয়ে কলা গাছ কাঁটা দেখতে পাই। আমি আরো জানতে পারি আমার জমির কলা গাছ প্রভাবশালী এবিএম ইয়াু মিয়া চান কেটেছে। আমি বিষয়ে মধুখালী থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত এ বি এম ইয়াকুব মিয়া চানকে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন এই আমার নিজের। আমার জমির বিএস রেকর্ড রয়েছে। তিনি দীর্ঘদিন জোরপূর্বক আমার জমি দখল করে আছে। কলা গাছ কাঁটার স্বীকার করে তিনি বলেন বার বার বলা সেত্বও জমি ছেড়ে না দেওয়ায় আমি জমি দখল করার জন্য কলা কটেছে। মধুখালী থানার ডিউটি অফিসার এএসআই মনিরুজ্জামান জানান তিনি এবিষয়ে একটি অভিযোগ পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে