হোসেনপুরে টিসিবির পণ্যের দোকানে আগুন

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
হোসেনপুরে টিসিবির পণ্যের দোকানে আগুন

কিশোরগঞ্জের হোসেনপুরে টিসিবির পণ্যর দোকানে আগুন লেগে ক্ষতি সাধিত হয়েছে। বুধবার ( ২৬ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে  আনে।  জানা যায় বুধবার রাতে হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকায় টিসিবির ডিলার চন্দন কুমার সাহার দোকানে আগুনে পুড়ে প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে। 

মশার কয়েল থেকে আগুনের সূত্রেপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছেন হোসেনপুর ফায়ার সার্ভিস ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান হোসেনপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের মহা সড়কের পাশে টিসিবির দোকানে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। এসময় আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসের প্রতিনিধিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে