হোসেনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০১:৪৭ পিএম
হোসেনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র রমজান মাসে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে  বাজারে দুধ, মুরগী এবং  মাংসের দোকানে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ল্যাকটোমিটার ব্যবহার করে দুধের বিশুদ্ধতা নির্ণয়, মাংসের গুনগত মান এবং জবাইখানার পরিবেশ যাচাইপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও দ্রব্যমূল্য সহনীয় রাখতে সতর্কতা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে  নিবন্ধন ব্যতীত জবাইখানা পরিচালনার অভিযোগে "পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১" অনুযায়ী 'ভাই ভাই হালাল গোস্তের ভান্ডারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  হোসেনপুর সহকারী কমিশনার (ভূমি) প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোজাহিদুল কবির। নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগ চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে