পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবীতে আশাশুনি উপজেলার বড়দলে জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও পথসভা করা হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে মিছিল বের করা হহয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়। পথসভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, উপজেলা টিম সদস্য ও সাবেক ইউনিয়ন আমির আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, বড়দল ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ, কাদাকাটি ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার, বড়দল সেক্রেটারী সেকেন্দার আলী, মাস্টার আনারুল ইসলাম, মাওঃ আব্দুর রহিম, যুব বিভাগের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী হাবিবুর রহমান লিপু প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।