“তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে” বাংলাদেশ নির্বাচন কমিশন এর শ্লোগানকে সামনে রেখে সারাদেশে ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ২মার্চ রবিবার দুপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিনের নেতৃত্বে একটি র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিনের সভাপতিত্বে পৃথক ভাবে জাতীয় ভোটার দিবস ও হালনাগাত ভোটার তালিকা বিষয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা বিএনপি যুগ্মআহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার মৃধা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান, এসআই আব্দুল্লাহ আল মামুন ও আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা, সাংবাদিক এসএম ওমর আলী সানি, এইচএম মাসুম, মো. সাইফুল মৃধা প্রমুখ।
এছাড়াও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান, পৌর নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির।।
উজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজার সভাপতিত্বে ভোটার দিবসে বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজা, উপজেলা নির্বচন কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. আ. খালেক, বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।