দিঘলিয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৭:০৫ পিএম
দিঘলিয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপন

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে'’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  দিঘলিয়া উপজেলা প্রশাসনের ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২ মার্চ-২০২৫) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়রা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের আরো সচেতন হতে হবে। কোনো নতুন ভোটার যাতে ভোটার নিবন্ধনে বাদ না পড়ে তার জন্য সবাইকে ভোটার নিবন্ধনে সহযোগিতার জন্যে সকলকে এগিয়ে আসতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে