বাগেরহাটের মোল্লাহাটে অজ্ঞাত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে পান বরজে আগুন ধরিয়ে কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গিরিশনগর গ্রামে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
ওই গ্রামের মনোজ মজুমদারের ছেলে ক্ষতিগ্রস্ত পানচাষী সজল মজুমদার জানান, বৃহস্পতিবার রাত ১০ টায় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তার পান বরজের তিনটি স্থানে আগুন ধরিয়ে দেয়। আগুন দাউদাউ করে জলার পর তাদের নজরে আসে। এরপর তাদের ডাক চিৎকারে তাৎক্ষণিকভাবে গ্রামের শতাধিক লোক ছুটে এসে আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে তার ১৮ শতাংশ পানবরজের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। অজ্ঞাত দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পানচাষী সজল মজুমদার।