ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উপজেলা রোকন সম্মেলন

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৩ এএম
ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উপজেলা রোকন সম্মেলন
যশোরের ঝিকরগাছায় শনিবার (৭ ডিসেম্বর) সকালে লাউজানি কমপ্লেক্সে ঝিকরগাছা উপজেলা রোকন সম্মেলন এবং নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০২৫ ও ২০২৬ সেশনের রোকন সম্মেলন এবং নবনির্বাচিত উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক হারুনার  রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে যশোর জেলা আমির অধ্যক্ষ গোলাম রসূল, বিশেষ অতিথি নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, এসিস্ট্যান্ট সেক্রেটারি  মোঃ গোলাম কুদ্দুস, এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ বিল্লাল হুসাইন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)  আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী  মাওলানা আরশাদুল আলম।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
আপনার জেলার সংবাদ পড়তে