জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাসির উদ্দিন হাওলাদার (৬০) নামের বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব পাংশা গ্রামে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের কবির হোসেন ও তার পুত্রদের সাথে জমা- জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে নাসির উদ্দিনের । বিরোধকে কেন্দ্র করে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে কবির হোসেন (৫২) ও তার পুত্র রুম্মান (২০),মাহবুব (২৬) এবং মিরাজ মিলে নাসির উদ্দিন হাওলাদার কে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এমতাবস্থায় স্থানীয়রা নাসির উদ্দীন কে উদ্ধার করে বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু পথিমধ্যে নাসির উদ্দিন কে বহন করা অটো গাড়িটি গতিরোধ করে হুমকি ধামকি এবং স্বজনদের সাথে থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গুরুতর আহত নাসির উদ্দিনের পক্ষে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি অভিযোগ দাখিল করেন। বিমানবন্দর থানা পুলিশ মামলা গ্রহণ না করলে নাসির উদ্দিন বরিশাল আদালতে অভিযোগ দাখিল করেন। আদালত ৫ মার্চ ২০২৫ তারিখে থানা পুলিশকে মামলা নেয়ার জন্য নির্দেশ দেয়।