মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিমখাঁ গ্রামের এক কৃষকের গোয়ালঘর থেকে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ৬টি গরু চুরি হয়েছে। এতে তার প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষকের নাম রকিব আলী সরকার। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের আবুল সরকারের ছেলে বলে জানা গেছে।
গজারিয়া উপজেলায় গরু চুরির হিরিক পড়েছে প্রতিনিয়তই কোন না কোন গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলম আজাদ, বলেন এ বিষয়ে আমি জানিনা এবং কোন প্রকার অভিযোগ আমার কাছে আসেনি।