ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়'র ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৪:৫২ পিএম
ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়'র ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৬তলায় শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষের দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছ। গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রথিতযশা প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদ লেখক, আইনবিদ অক্ষয়কুমার মৈত্রেয়'এর ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকের সমন্বয় এই ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়'এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাবিনা আলম। প্রবন্ধ উপস্থাপনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রকাশনা) ড. মোঃ আতাউর রহমান।  উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও ঐতিহাসিক বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক ডঃ কাজী মোস্তাফিজুর রহমান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানীয় ডিন অধ্যাপক ডঃ মোঃ সিদ্দিকুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের উপসচিব মোসাঃ রাবেয়া বসরী।

এ সময়  উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.হাবিবা খাতুন,ড.নাজমা খান মজলিশ; ইউল্যাব এর অধ্যাপক ও প্রত্নতত্ত্ববিদ ডঃ শাহনাজ হুসনে জাহান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রত্নতত্ত্ববিদ ডঃ মিজানুর রহমান জামি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ডঃ আবুল কালাম আজাদ সরকার, অধ্যাপক শারমিন আক্তার, অধ্যাপক শহিদুল ইসলাম, জাতীয় জাদুঘরের কীপার জনাব সিরাজুল ইসলাম; বেঙ্গল আর্ট এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডঃ মোঃ মুবিন চৌধুরী, বেঙ্গল আর্ট এর ফেলো ডঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরের কীপার ড. আছিয়া খাতুন লিখন প্রমুখ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী ও গবেষক এই ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ব-জাদুঘরবিদ অক্ষয়কুমার মৈত্রেয়'এর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণ করেন।

এককথায় উক্ত সেমিনারটির অসাধারণ আলোচনার মাধ্যমে এমন গুণীজন বাঙালির রেখে যাওয়া গৌরবময় অধ্যায় গুলো সকলের সাহসে উঠে আসে -যা ভবিষ্যতে তারুণ্যের বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য তথা জ্ঞান ভিত্তিক জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্নতাত্ত্বিকদের দৃঢ় বিশ্বাস। তারুণ্যের জয় হোক; নতুন বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য ও পুরাকীর্তি নিয়ে বেশি বেশি আলোচনা হোক ;  এটাই তাদের প্রত্যাশা!

আপনার জেলার সংবাদ পড়তে