ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় সড়কে ঝরলো দুই যুবকের প্রাষ। আহত হয়েছে আরো দুইজন। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্থান্তর করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান,, ৯ মার্চ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রী কলেজ সামনে মাহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন (২৫) নিহত হয়েছে। অপরদিকে শনিরবার সন্ধ্যায় ভালুকা বাজার পাঁচরাস্তার মোড় থেকে তিন বন্ধু মোটরসাইকেলে যোগে কাঁঠালি নায়েবের বাজার যাচ্ছিলেন। মটরসাইকেলটি মহাসড়কের মল্লিকবাড়ী মোড় নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে অজ্ঞাত বাস চাপাদিলে চালক উবায়দুল ইসলাম (২০) ঘটনস্থলে নিহত হয়। আহত হয় আরো দুইজন। অহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত উবায়দুল ইসলাম আগামী ১৩ মার্চ উমান যাওয়ার কথা ছিল। মড়ক দুর্ঘটনায় নিহত হওয়া উবায়দুল ইসলামের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।