সেনবাগে পৌরসভা জামায়াতের ইফতার মাহফিল

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৮:১৩ পিএম
সেনবাগে পৌরসভা জামায়াতের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর সেনবাগ পৌরসভা শাখা।

রবিবার সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা হাজী বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমির, অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহম্মদ। বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমীর মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন মিয়াজী, কাদরা ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম হোসেন শাহিন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের বায়তুল মাল সম্পাদক হাফেজ হারুন, পৌর জামায়াতের যুগ্ম সেক্রেটারি আবদুল আজিম, নোয়াখালী জেলা উত্তর শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম সোহেল, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক সুজন, পৌর যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে