সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপা'র বিক্ষোভ

এফএনএস (শহিদুল ইসলাম শাহিন; পঞ্চগড়) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ এএম
সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপা'র বিক্ষোভ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ভারতীয় সীমান্তে বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শনিবার বিকেলে বকুলতলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের চৌরঙ্গী মোড়ে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে আগামী দিনে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশী নাগরিককে হত্যা করা হলে এর কঠিন জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। জেলা জাগপা'র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের নেতৃত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা জাগপা'র সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপা'র কামরুজ্জামান কুয়েত, উপজেলা জাগপা নেতা তমিজউদদীন আহমেদ বেলাল প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে