সাতক্ষীরার কলারোয়ায় ২৪ হাজার ৫শত টাকার জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৬ ডিসেস্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলার কলারোয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩০) ও মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন(২৭)।
সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিন সহ আসামীদের আটক করা হয়।
আসামী কবিরুল ইসলাম ও জুয়েল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।