কম দামে লাউ বিক্রি না করায় নিতাই মন্ডল নামের এক বিক্রেতাকে মারধরের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে জেলার বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজারে।
শেবাচিমে চিকিৎসাধীন আহত খোকন শীল জানিয়েছেন, কাজলাহার বাজারে নিতাই মন্ডল নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী তার ক্ষেতের লাউ বিক্রির জন্য রোববার সন্ধ্যায় নিয়ে আসেন। সাড়ে সাতটার দিকে বাজারের সার ব্যবসায়ী হাবিবুর রহমান একটি লাউয়ের মূল্য ৩০টাকা বললে নিতাই স্বল্প দামে লাউ বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান লাউ দিয়েই নিতাইকে পেটাতে থাকেন। এসময় তিনি (বাজারের সেলুন মালিক খোকন শীল) এর প্রতিবাদ করেন। এতে হাবিব ক্ষিপ্ত হয়। পরবর্তীতে হাবিরের ছেলে রাসেল, রাজিব, ফাগুন ও ভায়রার ছেলে মিথুন বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে খোকন শীল ও তার ছেলে হিরা শীলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে আহতদের ওইদিন রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।