ধর্ষকদের শাস্তির দাবিতে ফের উত্তাল বরিশাল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৪:০৬ পিএম
ধর্ষকদের শাস্তির দাবিতে ফের উত্তাল বরিশাল

সারাদেশে চলমান ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা ও ন্যায় বিচারসহ সকল ধর্ষকদের মৃত্যুদন্ডের আওতায় আনার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে ফের উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

সোমবার বেলা এগারোটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ববি’র গ্রাউন্ডফ্লোরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহবান করা হয়। সমাবেশে শিক্ষার্থী মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার।

এরপূর্বে ৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, শিক্ষক ও শিক্ষর্থীরা। একই দাবিতে রাত ১০ টায় দেশজুড়ে অনাকাঙ্খিত ধর্ষণ ও মব জাস্টিজের বিরুদ্ধে মশাল মিছিল করেছেন বরিশাল সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্ষণ বিরোধী মঞ্চের নেতৃবৃন্দরা। বিক্ষোভ মিছিলে বরিশালের বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে