মান্দায় গুড়িয়ে দেওয়া হল একটি ইটভাটা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৫:৪৬ পিএম
মান্দায় গুড়িয়ে দেওয়া হল একটি ইটভাটা

 নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  মেসার্স ভাই ভাই ব্রিকস নামের একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় আজ সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় অবস্থিত ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইট নির্মাণ ও পোড়ানোর কাজ করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে ওই ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া এবং ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব বিন জামান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, আনসার ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা কাজে সহায়তা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে