কালিহাতীতে ৩১দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির জনসভা

এফএনএস (বিভাস কৃষ্ণ চৌধুরী; টাঙ্গাইল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম
কালিহাতীতে ৩১দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির জনসভা

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতি ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ ডিসেম্বর) বিকালে গোপালদীঘি কে পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক,সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।


আপনার জেলার সংবাদ পড়তে