দেশে নারীদের প্রতি সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১০ মার্চ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে মহিলা দলের কর্মীরা একত্রিত হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানান। মানববন্ধনে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল বলেন,বতর্মানে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন আমাদের সমাজের একটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এসব ঘটনায় বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা চাই নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ হোক। প্রতিটি নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন,ধর্ষককে চিহ্নিত করে ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক আসমা বেগম, ইটাখোলা ইউনিয়ন মহিলাদলের সভাপতি হুমায়রা আক্তারসহ অনেকে।