ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে পাটকেলঘাটায় মানববন্ধন

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৩:৫২ পিএম
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে পাটকেলঘাটায় মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ ছাত্রজনতার আয়োজনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১ টায় পাটকেলঘাটায় একটি বিক্ষোভ মিছিল পাটকেলঘাটা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তামোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলআমিন হোসেন শিমুলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক শেখ রিজভী আহম্মেদ, প্রতিষ্ঠাতা সদস্যসচিব শেখ আবির হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, পাটকেল ঘাটা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাকিবুল ইসলাম , কুমিরা মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদল নেত্রী নাইস সুলতানা মিলি, ছাত্রশিবির নেতা মো আব্দুল্লাহ। এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বিচার না হওয়া পর্যন্ত ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নের জন্য আইন তৈরীর দাবি জানান