ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার একটি প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর আয়োজনে আজ মঙ্গলবার রাজধানীতে একটি গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। তবে পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আয়োজনে গণপদযাত্রা শুরু হয়। মিছিলকারীরা নয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের পথ রোধ করে। পুলিশের ব্যারিকেডের সামনে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সংঘটিত হয়।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। পুলিশের লাঠিচার্জের মুখে মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যান। তবে পাঁচজন মিছিলকারীকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয়।
‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আয়োজনে এই গণপদযাত্রায় অংশগ্রহণকারীরা নয় দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা।
২. সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার করা।
৩. নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৪. ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদযাত্রায় বাধা দিয়েছে। পুলিশের দাবি, মিছিলকারীদের কোনো অনুমতি ছিল না এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করায় তাদের পথ রোধ করা হয়। পুলিশ আরও জানায়, মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হলে তারা লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে।
আন্দোলনকারীরা তাদের আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন এবং সরকারের কাছে তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, পুলিশও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখার কথা বলেছে।