নীলফামারীতে প্রধান উপদেষ্টা বরাবর ভাটা মালিকদের স্বারকলিপি প্রদান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
নীলফামারীতে প্রধান উপদেষ্টা বরাবর ভাটা মালিকদের স্বারকলিপি প্রদান

ফ্যাসিস্ট সরকারের আইন বাস্তবায়ন করছে বর্তমান প্রশাসন মন্তব্য করে ভাটা মালিকরা বলেছেন যদি ইটভাটা ভাঙ্গা বন্ধ করা না হয় তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।

১১ মার্চ নীলফামারীতে হাজারো মালিক শ্রমিকের সমাবেশে এমন ঘোষণা দেন ভাটা মালিকরা।

শহরের ডিসি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান। এতে সংগঠনের সাধারণ সম্পাদক হারুণ উর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক।

কর্মসুচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা আদালতের জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।

শ্রমিক প্রতিনিধি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন পরিবেশ দুষণ হচ্ছে এমন অভিযোগে ভাটাগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। শুধু কি ইট ভাটায় পরিবেশ দুষণ করছে এমনটি নয়। শিল্প কলকারখানা যানবাহন পরিবেশ দুষণ করলেও সেদিকে সরকারের খেয়াল নেই। সারাদেশে কোটি মানুষ ইট ভাটায় কাজ করে জীবীকা নির্বাহ করে। এই রমজানে ইটভাটা ভাঙ্গা হচ্ছে। সামনে ঈদ। কিভাবে পরিবারগুলো চলবে। ঈদেয় বা কিভাবে করবে। সরকার মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি দেখার আহবান জানাচ্ছি।

ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি আলহাজ

ফজলার রহমান বলেন,ঋণের ভারে জর্জরিত আমরা। কোটি টাকা বিনিয়োগ করে এখন লসের মুখে। ভাটার গর্ভে ইট। এই ইটগুলো নষ্ট করে দেয়া হচ্ছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। আমরা নিঃস্ব হয়ে যাবো। আমাদের দাবী যদি মানা না হয় তাহলে ঢাকায় মহাসমাবেশ থেকে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। পরে প্রধান উপদেষ্টা বরাবরা জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, আমরা আপনাদের দাবীগুলো গ্রহণ করলাম। যথাযথ নিয়ম অনুসারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে