পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে স্থানীয় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে জয় বাংলা স্লোগান দিতে বলে বাধা দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়ক দিয়ে মিছিলটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।ফরহাদ নামের এক যুবক ওই স্লোগান দিতে বললে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে, বুধবার সকাল ১১ টার দিকে মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে কলেজে ফেরার পথে এক যুবক তাদের মিছিলের ভিডিও ধারন করে এবং তাদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই যুবক তাদেরকে জয়বাংলা স্লোগান দিতে বলে। এসময়ে সিভিল সার্জন অফিসের সামনে শিক্ষার্থীরা তাকে আটক করতে গেলে সে পালাবার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম জানান, এক যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বলে তিনি জানান।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান এ প্রতিনিধিকে জানান, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধাদানকারী যুবক পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।