পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি গর্ভবর্তী গাভী পুড়ে মারা গেছে ও একটি গরু অর্ধপোড়া হয়েছে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন গরুর মালিক।
জানা যায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে নুরুল ইসলাম মৃধা'র গরুর ঘরে গভীর রাতে কে বা কারা আগুন দেয়। নুরুল ইসলাম মৃধা আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিয়ে আগুন নেভাতে ও গরু বাচাতে গিয়ে নিজেই দগ্ধ হন।
এ বিষয়ে আহত নুরুল ইসলামের ছেলে শহিদ জানান, গভীর রাতে কে বা কারা আমাদের গরুঘরে আগুন দিয়েছে। আগুন নেভাতে গিয়ে আমার বাবা গুরুতর আহাত হয়েছেন, তিনি বর্তমানে ঢাকা জাতীয় বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগুনে গরুঘর পুরে ছাই হয়ে গেছে এবং একটি গর্ভবর্তী গাভী মারা গেছে ও একটি গরুর প্রায় অর্ধেক পুরে গেছে।
গরু ২টির আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান। এ বিষয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান শরীফ জানান আমরা রাত ১২.১৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রনে আনি। তবে একটি গরু মারা গেছে এবং একটি অর্ধ পোড়া অবস্থায় আছে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। আগুনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোন মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।