কিশোরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৭:১১ পিএম
কিশোরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক সভা

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মমতাজ বেগম।

এতে প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনডিপির প্রজেক্ট এ্যানালিষ্ট শাহাদৎ হোসেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইপসা, কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কিশোরগঞ্জ জেলায় গ্রাম আদালতের মামলার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির অবস্থা ভালো নয়। ইউনিয়ন পরিষদে যে গ্রাম আদালত পরিচালনা 

হয় এ বিষয়টি কি জনগণ জানেন? জনগণকে কি এ বিষয়ে অবহিত করা হয়? বিভিন্ন সভায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় কিনা? মাঠ পর্যায়ে ভিজিটে গিয়ে মামলার নথি ও প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া যায় না এ বিষয়গুলো অংশগ্রহণকারী হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণদের কাছে জানতে চান। জনগণ যদি সালিসে চলে যায় তাহলে গ্রাম আদালতের 

প্রয়োজন কি? গ্রাম আদালতকে সক্রিয় করতে হলে আমাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। 

তিনি আরও  বলেন, গ্রাম আদালত প্রকল্প ৩য় বা শেষ পর্যায়ে প্রকল্প কর্মকর্তাগণ কারিগরি সহায়তা প্রদান করছেন আর গ্রাম আদালতকে সক্রিয় রাখার দায়িত্ব ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের। গুরুত্বসহকারে সকলকে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে কোথাও বাধাগ্রস্থ হলে জেলা প্রশাসকের সাথে শেযার করতে বলেন। 

 সভায় বিগত এক বছরের কার্যক্রমের অগ্রগতি এবং গ্রাম আদালতে মামলার অগ্রগতি ফেব্রুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উপজেলা ভিত্তিক স্টেটাস সম্পর্কে এবং পিছিয়ে পড়া ইউনিয়ন পরিষদ সমূহের প্রতি ইউনিয়নে প্রতি মাসে মামলার গড় প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। উক্ত সময়ের মধ্যে জেলায় মোট মামলা দায়ের হয় ১৩১৩ টি এবং জেলার সমাধানকৃত মামলার সংখ্যা ১১৪৮। মোট ক্ষতিপূরণ আদায় হয় ৫৫,৯০,৫০০ টাকা। 

সভায় সঞ্চালনা করেন স্থানীয় সখার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা, কিশোরগঞ্জ এর প্রশাসনিক ও উপপ্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,  কিশোরগঞ্জ  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে