আশাশুনির শ্রীউলায় প্রতিপক্ষের হামলায় আহত ২

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৭:৪৮ পিএম
আশাশুনির শ্রীউলায় প্রতিপক্ষের হামলায় আহত ২

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের দখল নিয়ে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

ইউনিয়নের বকচর গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে আলমগীর হোসেন বাদী থানায় দাখিলকৃত অবিযোগ ও সাংবাদিকদের কাছে রোকর্ডকৃত বক্তব্যে জানান, তারা সীমানার খালে ডিগ্রীপ্রাপ্ত ১৮ বিঘা জমি বাপদাদার আমল থেকে ভোগদখল করে আসছেন। বিবাদী লাঙ্গলদাড়িয়া গ্রামের মোন্তেজ গাজীর ছেলে আমিরুল, আনারুল, কোহিনুর, কহিতুর, মোন্তেজ গাজী, কোহিনুরের ছেলে মোত্তাজুল, আমিরুলের ছেলে আরিফুল, ষড়যন্ত্র করে গোপনে গোপনে তহশীলদারের যোগসাজসে কলিমাখালী ও লাঙ্গলদাড়িয়া মৌজায় ২.০০ একর জমি ডিসিআর নেয়। কিন্তু তারা দু' মৌজায় না গিয়ে লাঙ্গলদাড়িয়া মৌজায় সমুদয় (২.০০) জমি দখল নিয়ে অতিরিক্ত আরও ১.৫০ একর জমি দখলে নেয়। সেখানে এক সপ্তাহে আগে বাদী পক্ষের ঘেরের বাসা ভাংচুর করে জবর দখল করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের আহবায়ক শহিদুল ইসলামের মাধ্যমে বসাবসি করে মিমাংসা করা হলে বিবাদীরা ১২০০০ টাকা দিয়ে অতিঃ দখল ছেড়ে দিতে সম্মত হয়। কিন্তু দু'দিন পরে মিমায়সা অমান্য করে দ্বন্দ্ব সৃষ্টি করতে থাকে। গত ৯ মার্চ সকাল ৯ টার দিকে বাদী মাড়িয়ালা মৎস্য বাজারে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আক্রমন করলে হাড়ভাঙ্গা জখম হয়। বাদীর ভাই ইসমাইল সেখানে গেলে তাকে শাসরোধ করে হত্যার চেষ্টা রক্তাক্ত জখম করা হয়। স্বাক্ষীরা উপস্থিত হলে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে