ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা শহরের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড মিলনায়তনে এ দোয়া ও সন্ধায় ইফতারের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার শেষে ট্রেন দূর্ঘটনায় নিহত ডেলিভারী বয় মেহেদী হাসানের পরিবারের কাছে ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়। দোয়া ও ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে উপজেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক শিপলু জামান,কালীগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক সমিতির সভাপতি রিপন সহ পরিবেশক সমিতির একাধিক নেতা বক্তব্য রাখেন।
সে সময়ে বক্তরা বলেন, কালীগঞ্জ বাজারের ব্যবসায়িক পরিবেশ ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মুনাফা অর্জনের সাথে ভোক্তার সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে । কেউ অনিয়ম করলে সমিতি ছাড় দিবে না।