মৌলভীবাজারের রাজনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে নয়টায় টেংরা বাজারের মেসার্স মতিন এন্ড ব্রাদার্সে আগুনে পুড়েছে ১৫ লাখ টাকার মালামাল। ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায় প্রথমে দোকানের পিছনের গোডাউন থেকে আগুনের সুত্রপাত। এতে গোডাউনের দুইটি কক্ষে মওজুদকৃত বিপুল পরিমাণ ডাল, চালের বস্তুাসহ বিভিন্ন পণ্য ও দুইটি মটর সাইকেল পুড়ে ছাই হয়েছে। স্থানীদের সহযোগিতায় সামনের কক্ষের কিছু মালামাল রক্ষা হয়। রাজনগ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আলী হোসেন জানান খবর পেয়ে আমরা খুবই দ্রুত ঘটনাস্থলে এসে দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রতক্ষ্যদর্ষী জিলু তরফদার বলেন স্থানীয়দের সাথে নিয়ে সামন কক্ষের মালামাল বের দিলে কিছুটা রক্ষা হয়। দোকানের মালিক মোঃ মতিন মজুমদার বলেন আমি সামনে ক্যাশে বসা পিছনে হঠাৎ দেখতে পাই গোডাউনে আগুন জ্বলছে। এঘটায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। অগ্নিকাণ্ডের কারণ জানাযায়নি।