রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৪:৩৭ পিএম
রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল ইসলাম বাবু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের সময় তার কাছে ১ হাজার ৩৫ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে।শনিবার (১৫ মার্চ) ভোররাতে রাজশাহীর কাটাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। এর আগেও ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাজমুল। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাতক থাকা নাজমুল ইসলাম ইয়াবা বিক্রির জন্য কাটাখালী বাজারে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমুল চারঘাটের মাদক সম্রাট হিসেবে পরিচিত। র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে। সাজা মাথায় নিয়েই পলাতক ছিলেন নাজমুল। তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে