আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারাদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৭ জন কর্মকর্তা অংশ নেবেন।
রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। এই প্রেক্ষাপটে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সরাসরি শোনার জন্য প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে বসছেন। তিনি তাঁদের মতামত শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।”
বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিট প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, অতিরিক্ত আইজিপিরা এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত থাকবেন।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) স্বাগত বক্তব্য রাখবেন এবং সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। এছাড়া পুলিশের মনোবল ও কার্যকারিতা বাড়ানোর জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সে সম্পর্কেও আইজিপি প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।
ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আরও বলেন, “ক্রাইম বিষয়ক পারসেপশন এবং বাস্তব তথ্যের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য পুলিশের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম আলোচনা করা হবে। পাশাপাশি পুলিশের লজিস্টিকস, আবাসন ও শিল্প পুলিশের কার্যক্রম নিয়েও আলোচনা হবে।”
জানা গেছে, ছয়জন পুলিশ কর্মকর্তা ছয়টি নির্দিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করবেন। এতে পুলিশের বিভিন্ন কার্যক্রমের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হবে।
বৈঠকের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে উপ-প্রেস সচিব বলেন, “এটি একটি বিশেষ সভা, যা আগে কখনো অনুষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক কার্যক্রমের উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”
আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের আগেই এই সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা পুলিশের ভূমিকা ও ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা দেবেন।