দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তার স্ত্রী ফৌজিয়া আলম, দুই পুত্র ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম, এবং কন্যা তানিশা আলমের বিদেশ যাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক সাইদুজ্জামান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পদ্মা ও গড়াই নদীর বালুমহল থেকে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, হাট-বাজার ইজারা বাণিজ্যসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন।
এছাড়াও অভিযোগ রয়েছে, আত্মসাৎকৃত অর্থ বিদেশে পাচার, স্ত্রীর নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাহবুব উল আলম হানিফ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে (কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, মোংলা, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন এলাকায়) এবং বিদেশে (যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যান্য দেশে) বিপুল সম্পদ রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, মাহবুব উল আলম হানিফ ও তার পরিবার দেশে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন এবং বিদেশে পালানোর পরিকল্পনা করছেন বলে তথ্য পাওয়া গেছে। ফলে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা না দিলে চলমান অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লিখিত অভিযোগের ভিত্তিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত মাহবুব উল আলম হানিফ ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন। তদন্তের স্বার্থে এবং দেশের স্বার্থ সংরক্ষণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চালিয়ে যাবেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে যথাযথ প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে অনুসন্ধান জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। এরই ধারাবাহিকতায় মাহবুব উল আলম হানিফ ও তার পরিবারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।